দুই লক্ষ আফগান শিক্ষকদের অর্থ প্রদানের আশ্বাস ইউনিসেফ’এর

এনবিটিভি ডেস্কঃ   আফগানিস্তানে তালেবান নেতৃত্বাধীন সরকার ঘোষণা করেছে যে ইউনিসেফ প্রায় দুই লক্ষ পাবলিক স্কুল শিক্ষকদের জন্য প্রতি মাসে  অর্থ প্রদানের কথা  জানিয়েছেন।

রবিবার টোলো নিউজ সূত্রে জানা যায়, শিক্ষা মন্ত্রনালয়ের বলেছে যে ৪০ হাজারেরও বেশি পাবলিক স্কুল শিক্ষক জাতিসংঘের দেওয়া দুই মাসের বেতন পেয়েছে। বাকিটা আগামী দুই সপ্তাহের মধ্যে পরিশোধ করা হবে।

মন্ত্রণালয়ের মুখপাত্র আজিজ আহমেদ রিয়ানের মতে, “ইউনিসেফের পরিকল্পনাটি দুই মাসের জন্য। তবে অনেক মাস চলবে  বলে আশা করা হচ্ছে। প্রকৃতপক্ষে শিক্ষকদের বেতন ১০০ ডলার যা ইউনিসেফ প্রদান করছে। যেসব শিক্ষকের বেতন ১০০ ডলারের বেশি তালেবান মন্ত্রণালয় বাকি টাকা দেবে।”  

 টোলো নিউজকে ২৮ বছর ধরে শিক্ষক হিসেবে কর্মরত ৪৮ বছর বয়সী হামিরা জানান, “তিনি অসুস্থ কিন্তু অর্থনৈতিক সমস্যার কারণে চিকিৎসকদের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছেন না। তাঁর অনেক সমস্যা আছে। ঘর ভাড়া ও সংসারের খরচ মেটাতে শুধু পড়ালেখা থেকে তাঁর আয় ছিল। হামিরার এক আত্মীয়ের বাসাতে থাকেন।”

Latest articles

Related articles