
কাশ্মীরের পহেলগাঁওয়ে উত্তরপ্রদেশ থেকে আসা এক পর্যটক দলের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক ঘোড়াচালককে। অভিযুক্তের নাম আয়াজ আহমেদ। অভিযোগকারিণী একতা তিওয়ারি জানান, ঘোড়ায় চড়ার সময় কয়েকজন ব্যক্তি তাঁদের ধর্মীয় পরিচয় জানতে চান এবং প্রশ্ন করেন, “কুরআন পড়তে পারেন? ভাই রুদ্রাক্ষ পরেছে কেন?”—এই ধরনের কথাবার্তা পর্যটকদের অস্বস্তিতে ফেলে।
একতা দাবি করেন, কথাকাটাকাটির পরে অভিযুক্তদের একজন মোবাইলে অস্পষ্ট ও সাংকেতিক ভাষায় কারও সঙ্গে অস্ত্র-চক্র সংক্রান্ত কথাবার্তাও বলেন। তাঁর কথায়, ওই ব্যক্তি বলেন “পরিকল্পনা-এ ব্যর্থ হয়েছে” এবং উপত্যকায় ৩৫টি বন্দুক পাঠানো হবে বলে আভাস দেন। এমনকি এক অভিযুক্তের চেহারা নাকি একজন মোস্ট ওয়ান্টেড জঙ্গির ছবির সঙ্গে মিলে গেছে বলেও অভিযোগ তোলেন তিনি।

পরিস্থিতির জেরে তিওয়ারিরা অন্য একটি ঘোড়সওয়ার দলের সাহায্য নেন এবং পরবর্তীতে অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গেছে, আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং ঘটনার সম্ভাব্য জঙ্গি-যোগ খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনার আগে পহেলগাঁওতেই জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন সৈয়দ আদিল হুসেন শাহ নামক আরেক ঘোড়াসওয়ার। তিনি একমাত্র রোজগেরে ছিলেন পরিবারে এবং হামলাকারীদের থামাতে গিয়েই প্রাণ হারান।
কাশ্মীরের ভূ-রাজনৈতিক পরিস্থিতি আবারও আলোচনার কেন্দ্রে এসেছে এই ঘটনায়। পর্যটকরা যেমন শঙ্কিত, তেমনি প্রশাসনও সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।