
সমাজে নানান ধর্মীয় গোষ্ঠীর মধ্যে বিভেদ সৃষ্টি করতে, ভুল তথ্য প্রচারের মাধ্যমে সমাজে সংখ্যালঘুদের উপর অন্যান্য জাতির বিদ্বেষ সৃষ্টি করতে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করতে, বাজেট অধিবেশনের শেষে আসতে চলেছে সংশোধিত ওয়াকফ (২০২৪)।

এক মাস ব্যাপী রমজান শেষে মার্চের ৩১ তারিখে আয়োজিত হবে ঈদ। তবে এই খুশির মরসুমে সংখ্যালঘু ভাই-বোনদের মাথায় হাত। সূত্র মারফত খবর, কেন্দ্রীয় সরকারের একাংশ ঈদের ঠিক পরেই লোকসভায় ওয়াকফ বিল পেশ করতে মরিয়া। সমাজের বিভিন্ন স্তরে অনুমান করা হচ্ছে বিলটি কার্যকরী হলে পথে নামবে সংখ্যালঘুরা।