একদিনের ক্রিকেটের ক্রমতালিকায় শীর্ষ স্থান ধরে রাখলেন বিরাট কোহলী (৮৫৭ পয়েন্ট)। ইংল্যান্ড সিরিজে না খেলার ফলে পিছিয়ে গেলেন যশপ্রীত বুমরা (৬৯০ পয়েন্ট)। ৩ নম্বর থেকে নেমে ৪ নম্বরে এলেন ভারতীয় পেসার। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ২ ম্যাচে ৫৬ এবং ৬৬ রান করেন ভারত অধিনায়ক।
রোহিত শর্মা (৮২৫ পয়েন্ট) তৃতীয় স্থান ধরে রাখলেন। পাকিস্তানের বাবর আজম (৮৩৭ পয়েন্ট) দ্বিতীয় স্থানে। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ (৭৯১ পয়েন্ট) উঠে এলেন ৫ নম্বরে। ৪ নম্বরে নিউজিল্যান্ডের রস টেলর (৮০১ পয়েন্ট)। ক্রমতালিকায় প্রথম দশে আর কোনও ভারতীয় নেই। ৩১ থেকে ২৭ নম্বরে উঠে এলেন লোকেশ রাহুল।
অলরাউন্ডারদের তালিকায় প্রথম দশে এক মাত্র ভারতীয় রবীন্দ্র জাডেজা (২৪৫ পয়েন্ট)। ৯ নম্বরে রয়েছেন তিনি। বোলারদের মধ্যে শীর্ষে ট্রেন্ট বোল্ট (৭৩৭ পয়েন্ট)। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি (৬৯১ পয়েন্ট) উঠে এসেছেন ৩ নম্বরে। বাংলাদেশের মেহেদি হাসান উঠে এসেছেন ৫ নম্বরে, কাগিসো রাবাদা উঠে এসেছেন ৬ নম্বরে।
Matt Henry was the big mover in the @MRFWorldwide ICC Rankings for Men's ODI Bowlers!
The @BLACKCAPS pacer shot up five places to No.3 🔥
Full list: https://t.co/SwyMM5HskB pic.twitter.com/jbziVYWKPr
— ICC (@ICC) March 31, 2021
একদিনের ক্রিকেটে শীর্ষে স্থানে থাকলেও টেস্ট এবং টি২০-তে ৫ নম্বরে রয়েছেন কোহলী।