সুরজিৎ দাশ, নদীয়া:রাত পোহালেই রাজ্যের একাধিক জায়গায় পৌরভোট। রাজ্যের একাধিক পৌর এলাকাসহ নদীয়া জেলার দশটি পৌরসভা তে চলবে ভোটগ্রহণ। তার আগে চলছে জোর কদমে প্রস্তুতি।
নদীয়ার বিভিন্ন জায়গায় ডিসি আরসি কেন্দ্রে ভোট কর্মীদের নিজেদের নির্দিষ্ট ভোটকেন্দ্রের ব্যালট বক্স, ইভিএম সহ ভোট গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে দেখা গেল শনিবার সকাল থেকেই। ভোট গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে তারা পৌঁছে যাবেন নিজের ভোট কেন্দ্রে। ভোট কর্মীদের হাতে ব্যালট বক্স,ইভিএম মেশিন সহ ভোট গ্রহণ সংক্রান্ত সামগ্রী তুলে দিতে এই দিন সকাল থেকেই চরম ব্যস্ততার লক্ষ্য করা গেল নদীয়ার বিভিন্ন জায়গায় ভোট কর্মীদের।
কাল নদীয়ার হরিণঘাটা, গয়েশপুর, কল্যাণী, চাকদহ, বিননগর, তাহেরপুর, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর এবং নবদ্বীপ পৌরসভায় চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া।