স্বরবর্ণের ছড়া
‘হালিমা মুক্তা’
অ = অমর হয়ে রবেন তারা
দ্বীনের পথে শহীদ যারা।
আ = আরবি হরফ বুঝে পড়ো
পড়ে পড়ে জীবন গড়ো।
ই = ইমাম সাহেব বড়ই ভালো
ছড়িয়ে দেন জ্ঞানের আলো।
ঈ = ঈমান রাখা কঠিন কাজ
নতুন শপথ কর আজ।
উ = উটকে মরুর জাহাজ বলে
হেলেদুলে ওরা চলে।
ঊ = ঊর্মি মালা প্রভাতে হাসে
শুভ্র মেঘ আকাশে ভাসে।
ঋ = ঋণ শোধ করো আগে
তুষ্ট থাকো অল্প ভাগে।
এ = একা রইবে কবরে
মিলবে মুক্তি সবরে।
ঐ = ঐশী বাণী আল্লাহর দান
ধরে রাখবো তাহার মান।
ও = ওমর হলেন সাহসী সাহাবি
ছিলেন তিনি খুবই মায়াবী।
ঔ = ঔষধ অধিক ভালো নয়
অতিমাত্রায় জীবন ক্ষয়।