হাটহাজারীতে ছাত্রদের উদ্দেশ্য বলেন কওমীর আঙিনায়, দালালদের ঠাই নাই: মুফতি হারুন ইজহার চৌধুরী

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201012-WA0010

 

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি

হঠাৎ উত্তপ্ত হাটহাজারী : মুফতি হারুন ইজহার সাহেবের মুক্তির পর পরিস্থিতি এখন শান্ত

অবশেষে নাজিরহাট মাদরাসা থেকে পুলিশের অবরুদ্ধতা থেকে উদ্ধার হয়ে মুফতি হারুন ইজহার সাহেব হাটহাজারীর মাদরাসার মাঠে উপস্থিত হয়েছেন।

কওমী জগত : হেফাজতে ইসলাম প্রসঙ্গ কথা।

এই পুস্তককে জঙ্গী পুস্তক বলে প্রচার করে নাজিরহাট মাদরাসার দখলদার ডাকাত সলিমুল্লাহ মাওলানা হারুন ইজহারকে প্রশাসনের মাধ্যমে গ্রেফতার করতে চেয়েছিলো।
হাটহাজারী মাদরাসার মুরুব্বীদের তদবীরে ডাকাত সলিমুল্লাহর সেই ষড়যন্ত্র সফল হতে পারেনি।

হারুন ইজহার সাহেবের মুক্তির জন্য ছাত্ররা উপস্থিত আন্দোলন করেছিল। আলহামদুলিল্লাহ, তিনি স্ব-শরীরে হাটহাজারীতে এসে এইমাত্র ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। এবং ছাত্ররা আনন্দচিত্তে যার যার রুমে ফিরে গেছে। এখন হাটহাজারীর পরিস্থিতি শান্ত।

কওমী অঙ্গনের দালালরা বারবার ধাক্কা খেয়েও সোজা হচ্ছে না।
এবার নাজিরহাট মাদরাসায় চূড়ান্ত একটি ধাক্কা এসে এই ঐতিহ্যবাহী মাদরাসাটি দালালমুক্ত হয়ে ক্বওমী মাদরাসার প্রকৃৃত রূপে ফিরে আসবে বলে আশা করছি। ওয়েট এন্ড সী।

কওমীর আঙিনায়,
দালালদের ঠাই নাই।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর