কালিয়াচক এক নম্বর পঞ্চায়েত সমিতি এবং গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে প্রায় চার কোটি টাকা ব্যয়ে একাধিক ঢালাই রাস্তা এবং হাইড্রেনের কাজের উদ্বোধন ও শিলান্যাস করা হল। বৃহস্পতিবার ফিতে কেটে গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন এলাকায় মোট ছটি রাস্তা এবং চারটি হাইড্রেনের উদ্বোধন ও শিলান্যাস করা হয়। উপস্থিত ছিলেন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা বিধায়ক আব্দুল গনি, কালিয়াচক এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আতিউর রহমান, গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান নাইমা খাতুন সহ বিশিষ্টজনেরা। উল্লেখ্য কালিয়াচক এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গয়েশ বাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় ছিল একাধিক রাস্তা। বেহাল হয়ে পড়েছিল একাধিক নিকাশিনালাও। অবশেষে এলাকাবাসীদের স্বপ্ন পূরণ হল। বৃহস্পতিবার সকালে মুড়িয়ালি পাড়া থেলে জোলা মোড় সহ একাধিক এলাকায় প্রায় আড়াই কিলোমিটার ঢালাই রাস্তার উদ্বোধন এবং শিলান্যাস করা হয়।
Related articles