ব্রিগেড থেকে মমতাকে উৎখাতের হুমকি আব্বাস সিদ্দিকীর

ব্রিগেড সমাবেশে ঝাঁঝালো বক্তব্য রাখলেন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (ISF)-এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকি। এদিন ব্রিগেডের মঞ্চ থেকে তিনি বলেন, ‘বামেরা আমাদের দাবি অনুযায়ী আসন ছেড়েছে। আগামী দিন বিজেপি ও বিজেপির বিটিম মমতা ও তৃণমূলকে উৎখাত করব। আগামী নির্বাচনে মমতাকে শূন্য করে ছাড়ব। যেখানেই বামেরা প্রার্থী দেবে, সেখানেই রক্ত দিয়ে জেতাব। যদি এই সমঝোতা আরও এক সপ্তাহ আগে হত, তাহলে দ্বিগুণ মানুষের জমায়েত করতাম। কারণ বাংলার মানুষ মমতার সরকারের উপর ক্ষিপ্ত।’

Latest articles

Related articles