
এ যেন রাষ্ট্রের বিরুদ্ধে আপসবিহীন লড়াইয়ের অঙ্গীকার। নিজেদের অধিকারবোধ বুঝে নিতে, আজও পথে নামে ওরা। আগামী প্রজন্মকে একটা সুস্থ সমাজ দিতে আজও রাত জাগে ওরা।

দেউচা পাঁচামিতে বসতি উৎখাত করে কয়লা খনি করায় উদ্যোগী সরকার। এরই প্রতিবাদে সোচ্চার সাধারণ মানব। এই অঞ্চলের একটি বিরাট অংশ আদিবাসী অঞ্চল হিসেবে স্বীকৃত। বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে বনাঞ্চল। ওই অঞ্চলে বসবাসকারীরা নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য, ২০০৬ সালের আদিবাসীদের অধিকার সংক্রান্ত আইন অনুযায়ী গ্রাম সভা করেন। বারংবার সরকারের কাছে আবেদন করেও মেলেনি কোন সুরাহা। তাদের অভিযোগ সরকার বলপূর্বক তাদেরকে উৎখাত করার চেষ্টা করছে। এই ঘটনা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেউচা পাঁচামি।