এনবিটিভি, মুর্শিদাবাদঃ পৌরভোটের প্রচারে বেরিয়ে ছিলেন ধুলীয়ান পৌরসভার সভাপতি মেহবুব আলম। আর সেই সময়ই এক সদস্য পানীয় জলের সমস্যার কথা তুলে ধরেন। তখন মেহবুব আলম বলেন, “তোমাদের ভোটের প্রয়োজন নেই জলের সমস্যার কথা বললে জলে বিষ মিশিয়ে দেব।”
এই উক্তির প্রতিবাদ জানিয়ে সমরেশগঞ্জের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া (এসডিপিআই ) নেতারা প্রেস বিবৃতি প্রকাশ করেন এবং তীব্র নিন্দা জানান। তারা আরও বলেন, পুলিশ এই কুটুক্তির জন্য যেন দৃঢ় পদক্ষেপ নেয়। আর পুলিশ যদি না কোনো পদক্ষপ নেয়, তাহলে এসডিপিআই বৃহত্তর আন্দোলন করবে।
এই প্রসঙ্গে বিধানসভার সম্পাদক আব্দুল বারিক বলেন, কিছুদিন আগে এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে গঙ্গার পাড় ভাঙন সমন্ধে বললে তিনি বলেন, ‘তোমরা গঙ্গার ধারে বাড়ি করেছ কেন’, এই প্রশ্ন তোলেন অথচ কোন সমাধানের কথা বলেননি। এই কথার তীব্র নিন্দা জানাচ্ছি।