এনবিটিভি ডেস্কঃ কর্ণাটকের ছাত্রীদের হিজাব পড়ে কলেজে প্রবেশে বাঁধা দেওয়ার দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। সোমবার রাজ্যসভায় জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির সাংসদ চলমান হিজাব বিতর্কের কথা উল্লেখ করে রাজ্য সভায় একরাশ প্রশ্ন উত্থাপন করেন।
সোমবার রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবে বক্তব্য রাখতে গিয়ে ফৌজিয়া খান প্রশ্ন করেন, “আমি কী খাব, কী পরিধান করব, কাকে ভালোবাসব এসবই সরকারের নির্দেশে মেনে চালানোর চেষ্টা চলছে। সংবিধানে যে স্বাধীনতা দেওয়া আছে তা কোথায়?”
‘বুলি বাই’ অ্যাপ মামলার কথা উল্লেখ করে তিনি কেন্দ্র সরকারকে অভিযুক্ত করে জিজ্ঞাসা করে বলেন, “যখন মুসলিম মহিলাদের ছবি অনলাইনে নিলাম করা হচ্ছিল, কেন্দ্রীয় সরকার নীরব ছিল, তাহলে ভ্রাতৃত্ববোধ কোথায়?”