বিশ্ব রক্তদাতা দিবসে হুগলীর জাঙ্গিপাড়ায় রক্তদান ও অক্সিজেন কনসেনট্রেট উদ্ধোধন

বাদশা সেখ, হুগলী: বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ও বর্তমান করোনা আবহে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্ত সংকট মেটাতে হুগলী জেলার জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির এই মহতী রক্তদান শিবির ও অক্সিজেন কনসেনট্রেট উদ্ধোধনের শুভ অনুষ্ঠান হয়৷ সোমবার সকাল ১০ টাই সাংসদ “কল্যাণ বন্দ্যোপাধ্যায়” ও বিধায়ক “স্নেহাশীষ চক্রবর্তী”র নির্দেশনায় জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি “তমাল শোভোন চন্দ্রে”র উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান। বিশিষ্ট থেকে সাধারণ অনেকেই এদিন স্বেচ্ছায় রক্ত দান করেন‌ এদিন৷ দলীয় সংগঠনের কর্মী- সদস্যদের এক্ষেত্রে বিশেষ আগ্রহ চোখে পড়ে এদিন। এই শিবিরে মহিলা সহ ১৫০ জনের‌ও বেশি রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।

বিশেষ উল্লেখযোগ্য, এদিনের অনুষ্ঠান থেকেই, জাঙ্গিপাড়া ব্লকের জনগণের সুবিধার্থে একটি অক্সিজেন কনসেনট্রেট এই উদ্ধোধন করা হয়।

 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রীরামপুরের এস ডি ও সম্রাট চক্রবর্তী, সি আই জাঙ্গিপাড়া অসীম চক্রবর্তী, বিডিও শীতাংশু সীট, হরিপাল বিধানসভার বিধায়িকা করবী মান্না, হুগলী হুগলী জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ আব্দুল জব্বার, নারী ও শিশু শিক্ষা বিষয়ক কর্মাধ্যক্ষ সন্ধ্যা ঘোষ, কর্মাধ্যক্ষ আব্দুল রহিম (দুল), আইনজীবী মোহনলাল নাড়ু, আইনজীবী জয়দেব সিংহ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন, জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি স্বপন পাখিরা, চণ্ডীতলা ১নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মলায় খাঁ, ফুরফুরা গ্রাম পঞ্চায়েত প্রধান সেখ সামিম আহমেদ, কোতলপুর পঞ্চায়েতের উপ প্রধান সামসের মল্লিক সহ জাঙ্গিপাড়া ব্লক নেতৃত্বে বৃন্দরা।

Latest articles

Related articles