৪ ঘণ্টায় ১১০০০ বার ডুব দিয়ে রেকর্ডের খাতায় তরুণ

পুকুরে বা নদীতে স্নানের সময় ডুব দেওয়াটা স্বাভাবিক ঘটনা। কিন্তু আমরা কী কখনও গুনে দেখেছিক কতবার ডুব দিলাম! এবার লাগাতার ডুব দিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুললেন হাওড়ার এক তরুণ। চার ঘন্টার কিছু বেশী সময়ে টানা ১১০০০ এরও বেশি ডুব দিয়ে এই বিরল রেকর্ড গড়লেন মুকেশ গুপ্তা৷

বৃহস্পতিবার সকালে হাওড়ার তেলকল ঘাটে এই রেকর্ড করেন মুকেশ। দিল্লি থেকে আসা ইন্ডিয়া বুক অফ রেকর্ডের প্রতিনিধি আনন্দ বেদান্তের সামনেই মাত্র ৪ ঘন্টা ১০ মিনিট ৩৮ সেকেন্ডে তিনি ১১ হাজার ৫০৪টি ডুব দিয়ে রেকর্ড গড়েন। কিভাবে করলেন এই কাজ? মুকেশ বলছেন, ‘‘নতুন নতুন রেকর্ড করার ইচ্ছা সব সময় থাকে। একটানা ডুব দেওয়ার রেকর্ড করার ইচ্ছা ছিল। সেইমতো ট্রেনিং নিয়েছিলাম৷ আগামীদিনে আরও রেকর্ড করার ইচ্ছে আছে৷’’

উল্লেখ্য, এর আগে এইভাবে এক টানা অনবরত ডুব দিয়ে কেউ রেকর্ড গড়েননি বলে জানাচ্ছেন উদ্যোক্তারা৷ তবে এই রেকর্ডের পিছনে রয়েছে মুকেশের অধ্যাবসায় এবং পরিশ্রম৷ মুকেশ বলছেন, ‘‘দেশের মাটিতে বাংলাকে এক নম্বরে পৌঁছে দিতেই আমার এই তৎপরতা৷ এই রেকর্ড করার জন্য জন্য আড়াই মাসের ট্রেনিং নিতে হয়েছিল। বেশিরভাগ সময় জলে থাকতে হয়েছিল অনুশীলনের জন্য।’’

এবিষয়ে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের প্রতিনিধি আনন্দ বেদান্ত জানিয়েছেন, ‘‘৪ ঘণ্টা ১০ মিনিট ৩৮ সেকেন্ডে ১১ হাজার ৫০৪টি ডুব দিয়ে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলেছে মুকেশ গুপ্তা। এদিন সকাল সাতটায় ডুব দিতে শুরু করেছিল। সোয়া ১১টা নাগাদ তিনি ডুব শেষ করেন। একটানা ডোবার রেকর্ড এটাই প্রথম এবং এখনও পর্যন্ত শেষ৷’’

Latest articles

Related articles