নিউজ ডেস্ক : আবার মোদী সরকারের সঙ্গে ইউটিউবের গোপন আঁতাতের অভিযোগ উঠল। কারণ শুভেন্দু অধিকারী। তার নারদা কেলেঙ্কারিতে যুক্ত থাকার প্রমাণ সাপেক্ষ ভিডিও ইউটিউব থেকে গায়েব হয়ে গেলো তার বিজেপিতে যোগ দানের পর। উল্লেখ্য গতকাল জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি মুকুল রায় এবং শুভেন্দু অধিকারির বিজেপিতে যোগ দানের পর বিজেপির দ্বিমুখী নীতির সমালোচনা করে তাদের নারদার সঙ্গে জড়িত থাকার ভিডিও দুটি তার টুইটার আইডিতে পোস্ট করেন। এই ব্যাপারে ইন্ডিয়ান এক্সপ্রেস একটি প্রতিবেদন ও আজ প্রকাশ করে।
ধ্রুবর এই পোস্টের পর থেকে বিজেপি প্রবল অস্বস্তিতে পড়েছিল স্বাভাবিকভাবে কারণ বিজেপি তৎকালীন সময়ে এদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা বলেছিল কিন্তু বর্তমানে তারা সবাইকে দলে সামিল করছে তাদের সারদা বা নারোদার কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকার বিষয়টি সম্পূর্ণ উপেক্ষা করে। ঠিক সেই সময়েই শুভেন্দু অধিকারীর ভিডিও ইউটিউব থেকে সরিয়ে নেওয়ার বিষয়টি স্পষ্ট ভাবে ইঙ্গিত করছে এক সম্ভাব্য ইউটিউব এবং বিজেপি আঁতাতের। মত নেটিজেনদের। গতকাল ফেসবুক কিষাণ একতা মোর্চার পেজ বন্ধ করে দিয়েছিল মোদির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার পর কিন্তু প্রবল প্রতিক্রিয়ার মাঝে আবার তা পূর্বাবস্থায় ফিরিয়ে দেয়। এসব ঘটনা যে দেশের সুস্থ গণতান্ত্রিক পরিবেশকে কলুষিত করছে তা বলার অপেক্ষা রাখে না।