
বেআইনি নির্মাণের প্রতিবাদে বেধড়ক মারধর ইউটিউবারকে
অভিযোগের তীর ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী, ইরফান আলি তাজের উপর
জাকারিয়া স্ট্রিট, নামটা শুনলেই প্রথম কি মাথায় আসে? নরম তুলতুলে পরোটা, বিভিন্ন ধরনের কাবাব, শাহী টুকরা, হালিম, কিংবা গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি। এক কথায় বলতে গেলে রমজান মাসের কলকাতায় উপস্থিত সকল খাদ্য প্রেমিকের কাছে আকর্ষণের জায়গা হয়ে ওঠে এই জাকারিয়া স্ট্রিট। বছরের এই নির্দিষ্ট দিনগুলোতে জাকারিয়াতে সকল ধর্ম মিলেমিশে এক হয়ে যায়।

কিন্তু এ কেমন রমজান! যেখানে প্রেম বিনিময় নেই, আছে হিংস্রতা। যেখানে বন্ধুত্বের কোলাকুলি নেই আছে, নৃশংসতা। এমনই এক রমজানের সন্ধ্যার সাক্ষী রইল কলকাতা। কলকাতায় ৪৩ নম্বর ওয়ার্ডে সারি কামান নামক এক ব্যক্তিকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে একদল দুষ্কৃতী। এই ঘটনায় অভিযোগের আঙ্গুল উঠেছে ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী, ইরফান আলি তাজের উপর। নির্যাতিত সারি কামান ও তার পরিবার দাবি করছে, তার ওপর এই অকথ্য অত্যাচার একটা সুপরিকল্পিত ঘটনা। অপরদিকে কাউন্সিলরের স্বামী ইরফান আলি তাজ সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছেন এই ঘটনার সঙ্গে তিনি যুক্ত নন। নেশা মুক্তি কেন্দ্রের জন্য যে পরিকল্পনা তিনি করেছেন, তা বন্ধ করে দেওয়ার জন্য এমন গুরুতর অভিযোগ আনা হচ্ছে তার উপর।
কিন্তু আদতে কি ঘটেছে?

জানা যাচ্ছে, বিশৃঙ্খলার সূত্রপাত হয় একটা চায়ের দোকান থেকে। সেখানে একদল দুষ্কৃতী এসে আক্রমণ করে সারি কামানের উপর। কিন্তু হঠাৎ কেন এই আক্রমণ? শোনা যাচ্ছে, সারি কামান নামক এই ইউটিউবার বিগত কয়েকদিন ধরে এলাকায় তৈরি হওয়া অবৈধ নির্মাণের জন্য প্রতিবাদের আওয়াজ তোলে। তার এই প্রতিবাদের ফলে বিদ্ধ হয় শাসক শিবিরের একাংশ এবং ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী, ইরফান আলি তাজ। ইউটিউবার সারি কামানের করা এক ভিডিও ইউটিউব থেকে ডিলিট করার জন্য বারবার চাপ দিতে থাকে ইরফান আলি তাজ। সারি কামান দাবি করছে, এই কথায় ভ্রুক্ষেপ না করায় তার উপর ঘটলো এমন নির্যাতন। ইতিমধ্যে বৌবাজার থানা থেকে ঘটনাস্থলে উপস্থিত একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও পরের দিন তাকে ছেড়ে দেওয়া হয়েছে।