দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালদি গ্রামের মেয়ে পারভিন সুলতানা সর্বভারতীয় আইটিআই পরীক্ষায় ‘মেকানিক ডিজেল ট্রেড’ বিভাগে ৬০০ নম্বরের মধ্যে ৫৯৯ পেয়ে মেয়েদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন। তাঁর এই অসাধারণ সাফল্যের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে সংবর্ধনা দিয়েছেন।
পারভিনের বাবা তাজিউর রহমান সরদার স্থানীয় মাছের আড়তে দিনমজুর হিসেবে কাজ করেন, যার সামান্য আয় দিয়ে পরিবারের খরচ মেটানো কঠিন। মা রিজিয়া বিবি গৃহবধূ। এই আর্থিক প্রতিকূলতার মধ্যেও পারভিন গৃহশিক্ষক ছাড়াই অনলাইনে আইটিআই পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন এবং কলেজের শিক্ষকদের সহায়তায় এই সাফল্য অর্জন করেছেন।
পারভিনের ইচ্ছা উচ্চশিক্ষা গ্রহণের, তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে তিনি চিন্তিত। তিনি বলেন, “বাবার রোজগার খুবই সামান্য। এখন একটা চাকরি যদি পাই, তাহলে নিজের পড়াশোনার খরচ চালাতে পারব। কিন্তু বাবার রোজগার তেমন না থাকায় দুশ্চিন্তায় আছি। কী জানি স্বপ্ন পূরণ হবে কিনা।”
পারভিন সুলতানার এই সাফল্য প্রমাণ করে যে, প্রতিকূল পরিস্থিতিতেও অধ্যবসায় ও মেধার মাধ্যমে সাফল্য অর্জন করা সম্ভব। তাঁর এই কৃতিত্ব সুন্দরবন এলাকার অন্যান্য প্রতিভাবান ছাত্রছাত্রীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।