এনবিটিভি ডেস্ক: পূর্ব লাদাখ সীমান্তে ফের বৈঠকে বসছে ভারত ও চিন। চিনের দিকের মলদোতে এই বৈঠক হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের। পূর্ব লাদাখ সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর এটাই উত্তেজনা প্রশমনে প্রথম বৈঠক। বৈঠকে গালওয়ান উপত্যকা নিয়েও আলোচনা হওয়ার কথা।
গালওয়ান উপত্যকা থেকে পুরো সেনা প্রত্যাহারেরও দাবি জানাবে ভারত। এর আগে ৬ জুন দু পক্ষের বৈঠক হয়েছিল কোর কম্যান্ডার পর্যায়ে। সেই বৈঠকে দুই দেশই একমত হয়েছিল, ৪ মে-র আগেকার সামরিক অবস্থানে তারা ফিরে যাবে। কিন্তু তাতে চিনের তরফে কোনও সাড়া মেলেনি। বরং তারা আরও বেশি সৈন্য সমাবেশ করেছে।
তাছাড়া, বৈঠকে সীমান্তে প্রয়োজনে আগ্নেয়াস্ত্র ব্যবহার নিয়েও কথা হবে। গত ১৫ জুন সংঘর্ষের সময় কোনও গুলি চলেনি। রবিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন। এদিনই তাঁর রাশিয়া যাওয়ার কথা।