সৌরভ সোহরাব,সিংড়া,নাটোর প্রতিনিধিঃ
নাটোরের সিংড়া উপজেলার আয়েশ বছিরুল আলিম উলুম মাদ্রাসার প্রাক্তন সহকারী শিক্ষক মাওলানা শফিকুল ইসলাম শফি হুজুর গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টায় তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লা ওয়া ইন্না আলাইহী রাজীউন। মৃতুকালে মরহুমের বয়স হয়েছিল ৬৭ বছর। মরহম শফি হুজুরের জন্মস্থান নোয়াখালী জেলায় হলেও বর্তমান তিনি লক্ষিপুর জেলায় বসবাস করে আসছিলেন। চাকুরীর প্রথম জীবনেই তিনি আয়েশ মাদ্রাসায় যোগদান করে দীর্ঘদিনের কর্মময় জীবন এই আয়েশ গ্রামেই কাটিয়েছেন। ২০১৯ সালের নভেম্বরে তিনি চাকুরী জীবনের অবসর নেন এবং বাকি জীবন স্ত্রী সন্তানের সাথে লক্ষিপুরের নিজ বাসভবনে বসবাস করছিলেন। মৃতকালে তিনি ৩ ছেলে,২ মেয়ে,আত্ত্বীয়স্বজন ও স্ত্রী সহ তাঁর হাতে গড়া বহু গুনি মানুষ রেখে গেছেন। মরহুমের আত্তার মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন আয়েশ বছিরুল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুল ইসলাম সহ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

সিংড়ার আয়েশ মাদ্রাসার প্রাক্তন শিক্ষকের ইন্তেকাল
Popular Categories