অসহায় পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এবার এগিয়ে এল কান্দি পঞ্চায়েত সমিতি

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210915_145752

জৈদুল সেখ, কান্দি: এনবিটিভি-র খবরের জের, অসহায় পরিবারকে সাহায্যের হাত বাড়াতে দুয়ারে পৌঁছালেন কান্দি পঞ্চায়েত সমিতি।

উল্লেখ্য, সোমবার খবরে দেখানো হয়েছিল
মুর্শিদাবাদ জেলার কান্দী থানার অন্তর্গত মহলন্দী দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের জীবন্তি হটাৎ পাড়া গ্রামের বাসিন্দা রহিমা বিবির পরিবারে শারীরিক ভাবে অক্ষম এবং কর্মহীন ছেলে সানুয়ার সেখ একমাত্র টালের বাড়িতে কোনো রকমে মাথা গুঁজে থাকতো। কিন্তু বৃষ্টির ফলে সেই টালের বাড়ি ভেঙে পড়েছে ফলে বর্তমানে রৌদ্র, ঝড়, বৃষ্টির মধ্যেও দিন কাটাতে হচ্ছে খোলা আকাশের নিচে। সেই খবর হওয়ার পরই নড়েচড়ে বসে প্রসাশন। এসেছিলেন কান্দির SDO এবং BDO। পাশাপাশি মঙ্গলবার বিকেলে কান্দী পঞ্চায়েত সমিতির পক্ষ থেকেও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয় এই অসহায় পরিবারকে।

পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলী রাজবংশী জানান, ” এসে দেখলাম সত্যি খুব শোচনীয় অবস্থা রহিমা বিবির পরিবারের। আমরা চেষ্টা করছি রহিমা বিবির যেহেতু স্বামী মারা গেছে, তাই জন্য বিধবা ভাতা এবং ছেলে সানুয়ারের জন্য সরকারি সুযোগ সুবিধার ব্যবস্থা করা। ”
এই মানবিক উদ্যোগকে পরিবারের লোক থেকে শুরু করে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর