এবার শুরু হয়েছে করোনার অত্যন্ত বিপজ্জনক পর্যায়! সতর্ক করল WHO

এনবিটিভি ডেস্ক: শুক্রবার WHO-এর ডিরেক্টর জেনারেল টেড্রস আধানম ঘেব্রেইসাস (Tedros Adhanom Ghebreyesus) জানান, শুরু হচ্ছে করোনার নতুন এবং অত্যন্ত ‘বিপজ্জনক’ পর্যায়! এই পর্যায়ে সংক্রমণের গতি বহুগুণ বেড়ে যাবে।

ইতিমধ্যেই তার প্রমাণও মিলেছে। একদিনে গোটা বিশ্বে দেড় লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে যা উদ্বেগ বাড়িয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-সহ একাধিক দেশের শতাধিক বিজ্ঞানী ও গবেষকদেরও।

এ দিন WHO-এর ডিরেক্টর জেনারেল জানান, করোনা আতঙ্কে বিশ্বের শতাধিক দেশে মাসের পর মাস ধরে ঘরবন্দি হয়ে কাটাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। এই পরিস্থিতিতে থাকতে থাকতে বেশির ভাগ মানুষই ক্লান্ত হয়ে পড়েছেন। তবে এখনই ধৈর্য হারালে চলবে না।

কারণ, করোনা মহামারির অত্যন্ত ‘বিপজ্জনক’ পর্যায় এ বার শুরু হতে চলেছে! এই সময় সামান্য অসতর্কতার মারাত্মক পরিনতি হতে পারে, সতর্ক করে বলেন টেড্রস আধানম ঘেব্রেইসাস।

Latest articles

Related articles