রিপোর্টার
মোঃ রেজাউল ইসলাম
মেহেরপুরের গাংনী উপজেলার আকুবপুর চেক পোষ্ট থেকে ৬ কেজি গাঁজাসহ ২জনকে আটক করেছে গাংনী থানা পুলিশ।
রবিবার বিকেলে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো রাজবাড়ির গোয়ালন্দ থানার দৌলতদিয়া এলাকার মোঃ ইদ্রিস মৃধার ছেলে সোহেল মৃধা (২৩) ও একই এলাকার তমছের খাঁর সন্তান তমা হিজরা (২৭)।
থানা সুত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে গাংনীর আকুবপুর এলাকা থেকে মাদক পাচার করার সময় সোহেল মৃধা ও তমা হিজরাকে আটক করে তাদের তল্লাশী করে স্কুল ব্যাগ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ওসি ওবাইদুর রহমান জানান, আটক সোহেল মৃধার বিরুদ্ধে অস্ত্র মামলা রয়েছে। তাদেরকে মাদক মামলায় জেল হাজতে প্রেরণ করা হবে।