এনবিটিভি ডেস্ক: বেড়েই চলেছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৫,৪০০, মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১০ হাজারেরও বেশি।
শনিবার মোট মৃতের সংখ্যাও ১৩ হাজার ছাড়িয়েছে। সর্বাধিক সংক্রমণের খবর এসেছে মহারাষ্ট্র থেকে। শনিবার আক্রান্ত হয়েছেন ৩,৮৭৪ জন। মোট সংক্রমিত ১,২৮,২০৫ জন। একদিনে মৃত ১৬০ জন। মোট মারা গিয়েছেন ৫,৯৮৪ জন। মহারাষ্ট্রের মোট আক্রান্তের ৫১ ভাগ এবং মৃতের ৫৯ শতাংশই মুম্বইয়ের। শনিবার নবি মুম্বইয়ে সংক্রমণের রেকর্ড হয়েছে। মারা গিয়েছেন ১০ জন। মোট মৃত ১৫৭। মোট আক্রান্ত ৪,৬৮৭।শুধু চেন্নাই শহরেই ৪ জন আইপিএস অফিসার সহ ৮৩০ জন পুলিশ কর্মী আক্রান্ত হয়েছেন।
অনেকেই ভর্তি হাসপাতালে, অনেকে হোম কোয়ারেন্টাইনে। সারা বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৪ লাখ ৬৩ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। সংক্রমিতের সংখ্যা হয়েছে ৮৭ লাখ ৬৮ হাজার ২৮৫ জন।