স্বরূপকাঠীতে মাল্টা চুরির অভিযোগে ৩ শিশুকে নির্যাতন:

স্বরূপকাঠীতে মাল্টা চুরির অভিযোগে ৩ শিশুকে নির্যাতন

পারভেজ হোসেন,রিপোর্টার এনবিটিভি।

পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলায় মাল্টা চুরির অপরাধে তিন শিশুকে গাছের সাথে বেঁধে জুতা পিটা করেছেন মাল্টা বাগানের মালিক আব্দুল জব্বার মিয়া। শনিবার দুপুরে উপজেলার বলদিয়া ইউনিয়নের চামি গ্রামের এ ঘটনা ঘটে। নির্যাতিত ওই শিশুরা হচ্ছে স্বাধীন (১২), নাহিদ (১৩), তাওহিদ (১২)। জানা যায় শিশু তিনটি বাগান থেকে নয়টি মাল্টা চুরি করে। বাগান মালিকের ছেলে শিশু তিনটিকে ধরে ফেলে এবং কিছু চড় থাপ্পড় মেরে তার বাবাকে খবর দেয়। বাগানের মালিক এসে শিশু তিনটিকে গাছের সাথে বেধে জুতা দিতে মারধর করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বাগানের মালিক জব্বার মিয়া ও তার ছেলেকে পুলিশ ইতোমধ্যে গ্রেফতার করেছে।

Latest articles

Related articles