চীনের উহান থেকে আবারও করোনা ছড়াচ্ছে, বিশ্বের পরিস্থিতি আশঙ্কাজনক:

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

Screenshot_2020-06-14-17-34-09-097_com.facebook.katana

হাফসা জান্নাত, স্টাফ রিপোর্টার, এনবিটিভি।

আজ ( ১৪ জুন) চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানান, বেইজিংয়ে স্থানীয়ভাবে নতুন করে শনাক্ত রোগীর ৩৬ জনই করোনায় আক্রান্ত হয়েছেন। আরও ২১ জন বিদেশফেরত।

প্রায় দুই মাস আক্রান্তের সংখ্যা শূন্যের কোঠায় থাকার পর কিছুদিন আগে হঠাৎ করেই বেইজিংয়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে ইতোমধ্যেই লকডাউনের আওতায় নেয়া হয়েছে সেখানকার দু’টি প্রধান পাইকারি পণ্যের বাজার। এছাড়াও আরও ১১টি এলাকাবাসীকে খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা প্রশাসনের।

লকডাউনের আওতায় থাকা বাজার দু’টিতে শতশত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। নিকটবর্তী অন্তত নয়টি নয়টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময়সীমা আবারও বাড়িয়ে দিয়েছে। সব ধরনের খেলাধুলা আয়োজন, সিনেমা হল ও জনসমাবেশও নিষিদ্ধ করা হয়েছে।

নভেল করোনা ভাইরাস ৩১ ডিসেম্বর ২০২০ এ প্রথমবার শনাক্ত হয়েছিল চীনের উহানে। তারপর সেখান থেকেই সারা বিশ্বে দ্রুতই ছড়িয়ে পড়ে। চার মাসেই এই মহামারি বিশ্বকে পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছিল। চীনে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ১৩২ জন, মৃতের সংখ্যা ৪ হাজার ৬৩৪ জন। আক্রান্তদের প্রায় সবাই সুস্থ হয়েছেন বলে জানান স্বাস্থ্য বিশেষজ্ঞ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, বিশ্বজুড়ে করোনা আক্রান্তের মোট সংখ্যা ৭৮ লাখ ৭২ হাজার ১৯৮ জন। মৃতের সংখ্যা ৪ লাখ ৩২ হাজারেরও বেশি। সুস্থ হয়ে উঠেছেন ৪০ লাখ ৪৩ হাজার ৩৯৩ জন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর