লালপুরে পদ্মা নদীতে অবৈধ বালু উ‌ত্তোল‌ন বন্ধে ভ্রাম্যমাণ আদালত :

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

received_275648843585395

শিমুল আলী, রিপোর্টার, এনবিটিভি।

নাটোরের লালপু‌রের পদ্মা নদী‌তে চরজারিরা নামক স্থানে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

রবিবার দুপুরে লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত প‌রিচালনা ক‌রে ড্রেজার দি‌য়ে অবৈধ ভা‌বে বালু উ‌ত্তোল‌নের অপরা‌ধে বালু মহাল ও মা‌টি ব্যবস্থাপনা আইন২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী ৬০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি জানান, নাটোরের লালপুরে চরজাজিরা নামক স্থানে পদ্মা নদীতে অবৈধভাবে বালি উত্তোলন হচ্ছে। অবৈধভাবে এই অবৈধভাবে বালি উত্তোলন বন্ধে নদীপাড়ের বাসিন্দারা অভিযোগ করেছিলেন। এমন অভিযোগের প্রেক্ষিতে রবিবার দুপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর