কাশ্মীরের আরো এক সাংবাদিককে মুক্তির আদেশ হাইকোর্টের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

১

কাশ্মিরী সাংবাদিক আসিফ সুলতানকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছে জম্মু ও কাশ্মীর হাইকোর্ট।

সোমবার (১১ ডিসেম্বর) বিচরারপতি বিনোদ চ্যাটার্জি এই আদেশ দেন। ওই সাংবাদিককে ২০১৮ সালের ২৭ আগস্ট ইউপিএ ধারার একটি মামলায় আটক করা হয়েছিল।

আদেশে আদালাত জানায়, তাকে গ্রেফতারের সময় যথাযথ নিয়ম অনুসরণ করা হয়নি। তাকে আটকে রাখাও অবৈধ।

সুলতান মাসিক কাশ্মীর ন্যারেটর পত্রিকায় কাজ করতেন। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদে সহযোগিতার অভিযোগ তোলা হয়েছিল।

নিরাপত্তার বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে নিহত আবদুল বুরহান ওয়ানি সম্পর্কে ২০১৮ সালে ওই সাংবাদিক একটি কভার স্টোরি লিখেন যেখানে তিনি হিজবুল মুজাহিদিনের সদস্যদের বক্তব্যও যুক্ত করেছিলেন।

এই রিপোর্টের জন্যেই ২০২২ সালের এপ্রিলে তাকে গ্রেফতার করা হয়েছিল।

গত মাসেই হাইকোর্ট কাশ্মারি আরো দুই সাংবাদিক ফাহাদ শাহ ও সাজাদ গুলকে মুক্তির আদেশ দিয়েছিল।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর