কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি।

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

received_1155758891471021

 

রিপোর্টার
শাওন শান

কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব এলাকায় নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। অনেক এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন।

টানা কয়েকদিন ধরে ব্রহ্মপুত্র, তিস্তা, ঘাঘট ও যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে গাইবান্ধার শতাধিক চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকা প্লাবিত হয়েছে। চরম হতাশা আর দুঃশ্চিন্তায় দিন কাটাচ্ছে ওইসব এলাকার মানুষ। তলিয়ে গেছে চরাঞ্চলের পাট ও সবজি ক্ষেত।

এছাড়া কামারজানি, সাঘাটা, ফুলছড়ি ও সুন্দরগঞ্জে নদী ভাঙ্গন। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ধরলা ও ব্রহ্মপুত্র অববাহিকার নিচু এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে দুই শতাধিক চর ও দ্বীপচরের কয়েক হাজার মানুষ। পানি বাড়ার সাথে সাথে তীব্র হয়েছে নদ-নদীর ভাঙন।

এদিকে লালমনিরহাটে তিস্তার পানি কমতে শুরু করলেও দেখা দিয়েছে জলাবদ্ধতা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর