এনবি টিভি, মুর্শিদাবাদ :কেন্দ্রীয় সরকারের আনা কৃষি আইন বাতিলের দাবিতে একটানা গত কয়েকমাস ধরে চলছে সারা ভারত কিষান মোর্চার উদ্যোগে রাজধানী দিল্লিতে কৃষক আন্দোলন।২৬ শে জুন দেশজুড়ে কৃষক আন্দোলনের ডাক দেওয়া হয়। এই দিনের কৃষক আন্দোলনের সমর্থনে পথে নামতে দেখা যায় সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়াকে। দেশের বিভিন্ন জায়গায় এসডিপিআই কর্মীদের পথে নামতে দেখা যায়। মুর্শিদাবাদের ফারাক্কা, সামসেরগঞ্জ ও সুতি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় এসডিপিআই এর পক্ষ থেকে কৃষক আন্দোলনের সমর্থনে কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের নিয়ে মিছিল লক্ষ্য করা যায়।এইদিনের মিছিল ফারাক্কায় শুরু হয়ে সুতির সাজুর মোড়ে এসে শেষ হয়।
এইদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সামসেরগঞ্জ বিধানসভার সভাপতি আফফান আলি,সম্পাদক নুরুল ইসলাম। সুতি বিধানসভার সভাপতি এস্ এম সেমফুল,ফারাক্কা বিধানসভার সভাপতি কামাল বাসিরুজ্জামন ও প্রাক্তন জেলা সম্পাদক মো: রাকিম শেখ সহ অন্যান্য নেতাকর্মীগণ।