গোপালগঞ্জে আজও নতুন করে করোনায় আক্রান্ত হলো (৩৯) জন।

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

received_294939725127496

শান্ত রাজীব কোটালীপাড়া প্রতিনিধি (গোপালগঞ্জ)

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও (৩৯) জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে গোপালগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৯০২ জনে।

গত ২৪ ঘণ্টায় ৪২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪৭৭ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৩৯৫ জন । গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়ায় মারা গেছেন ২৯ জন।

আজ গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্যগুলো জানান।

তিনি জানান, নতুন করে গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ সদরে ১৪ জন, মুকসুদপুরে ৩ জন, কোটালীপাড়ায় ৭ জন, কাশিয়ানীতে ১০ জন টুঙ্গিপাড়ায় (৫) জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বসতবাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সঙ্গে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পারমর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এ পর্যন্ত ৮২৩৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মুকসুদপুরে ৩০৬ জন.
কাশিয়ানীতে ৩২৩ জন ,
গোপালগঞ্জ সদরে ৬৭১ জন,
টুঙ্গিপাড়ায় ২৮৩ জন ও কোটালীপাড়া উপজেলায় ৩১৯ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মী রয়েছেন ১৫৮ জন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর