জঙ্গিপুরে ট্রান্সফর্মাতে আগুন, আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের বিরুদ্ধে ঢিলেমির অভিযোগ এলাকাবাসীর

জঙ্গিপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের সংলগ্ন রাজ্য সড়কের ধারে একটি ট্রান্সফর্মায় আগুন লাগে আজ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। কাছাকাছি আগুন নির্বাপণ যন্ত্র না থাকায় পুলিশ নিজেই আগুন নেভানোর চেষ্টা করছে।

এলাকাবাসীর দাবী রাজ্য সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক চলাচল করে। জঙ্গিপুরে বারবার  এধরনের ঘটনা ঘটা সত্ত্বেও প্রশাসন নির্বিকার, এখন পর্যন্ত একটা ফায়ার ব্রিগেড গড়  না ওঠা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা। বলেন আমরা তাবড় তাবড় নেতাদেরকে নির্বাচনে ভোট দিয়ে নির্বাচিত করে দিল্লির আসনের পাঠিয়েছি  তা সত্ত্বেও ফায়ার ব্রিগেড গড়ে উঠলো না।

Latest articles

Related articles