জমিতে ঢুকে ফসল নষ্ট করছে হাঁস, প্রতিবাদ করায় মারধর ও ধারালো অস্ত্রের কোপ, অস্ত্রের কোপে মৃত ১, আহত ১

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

photo1623934545

সেখ সাদ্দাম, মালদাঃ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে রতুয়া ১ নম্বর ব্লকের সামসী অঞ্চলে ভগবান পুর গ্রামে ভগবানপুর গ্রামে। স্থানীয় সূত্রে খবর রতুয়া ১নং ব্লকের সামসী অঞ্চলে ভগবানপুরে নাসিম আখতারের একটি ফসলি জমি রয়েছে। অভিযোগ সেই জমিতে প্রতিদিন প্রতিবেশীর হাঁস ঢুকে ফসল নষ্ট করত। অনেকবার তাকে বারন করলেও তারা তাদের কথায় কান দিত না। আজ প্রতিদিনের মত জমিতে ঢুকে হাঁস ফসল নষ্ট করে। ঘটনার প্রতিবাদ করতে গেলে জমির মালিক ও তার পরিবারের লোকেরা ধারালো অস্ত্র দিয়ে চড়াও হয়। আক্রমণ করে প্রতিবাদী নাসিম আখতারের উপর। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় যার ফলে গুরুতর আহত হয়ে পড়েন নাসিম আখতার। নাসিম আখতারকে তড়িঘড়ি প্রতিবেশীরা হাসপাতালে নিয়ে যান। সেখানে নাসিম আখতারকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে সামসি ফাড়ির বিশাল পুলিশবাহিনী।

দেহ মালদা মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

যদিও ঘটনার পরেই অভিযুক্ত মতিউর রহমান, আইয়ুব আলি পলাতক। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর