এনবিটিভি ডেস্ক: একে দিল্লিতে করোনা ভাইরাসের হানায় কাবু, এর ওপর বড়সড় জঙ্গি হামলার আশঙ্কায় কাঁপছে রাজধানী দিল্লি। ভারতীয় গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী রাজধানীতে ভয়াবহ হামলা চালানোর ছক করেছে সন্ত্রাসবাদীরা। ফলে রবিবারই শহরজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। চূড়ান্ত সতর্ক থাকতে বলা হয়েছে পুলিশকে। পাশাপাশি কয়েক গুণ বাড়ানো হয়েছে দিল্লির সার্বিক নিরাপত্তা।
গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, চার থেকে পাঁচজন জঙ্গির একটি দল ইতিমধ্যেই দিল্লির উদ্দেশে রওনা দিয়ে দিয়েছে। সড়ক পথেই তাঁরা দিল্লি ঢোকার চেষ্টা করছে বলেই জানতে পেরেছে গোয়েন্দারা।
তবে আরও একটি সূত্র দাবি করেছে, ওই জঙ্গিরা নাশকতার উদ্দেশ্যে ইতিমধ্যেই দিল্লির কাছাকাছি এলাকায় ঘাঁটি গেড়েছে। যে কোনও সময় তাঁরা গাড়ি বা ট্যাক্সি করেই ঢুকে পড়তে পারে রাজধানীতে। এই খবর পাওয়ার পর একেবারেই ঝুঁকি নিতে চায়নি দিল্লি প্রশাসন। ইতিমধ্যেই দিল্লিকে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে। জারি করা হয়েছে লুকআউট নোটিশ।
এছাড়া দিল্লির বিভিন্ন হোটেল ও গেস্ট হাউসে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও গোয়েন্দারা। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে চলছে টহলদারি। বিশেষজ্ঞ মহলের মতে, জম্মু-কাশ্মীরে পরপর এনকাউন্টারে বিভিন্ন জঙ্গি সংগঠনের শীর্ষনেতা সহ মারা গিয়েছেন বহু জঙ্গি। এরই বদলা নিতেই দিল্লিতে আঘাত হানতে চাইছে সন্ত্রাসবাদীরা।