নাটোরে মানছে না কেউ সামাজিক দূরত্ব, বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা:

জাহিদ হাসান
রিপোর্টার নাটোর

এনবিটিভি নিউজ ডেস্ক:
প্রাণঘাতি নভেল করোনাভাইরাসের সংক্রমণ দিনদিন বেড়েই চলেছে। মহাবিপর্যয়ের মুখে পড়েছে দেশ তথা সারাবিশ্ব। এমন কঠিন পরিস্থিতিতে নাটোরের গুরুদাসপুরেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।
উপজেলার ব্যস্তততম চাঁচকৈড় বাণিজ্যনগরীতে নমুনা পরীক্ষা না করেই করোনার উপসর্গ নিয়ে অনেকেই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এছাড়া আক্রান্ত পরিবারের সদস্যরা নিয়ম না মেনে পাড়ামহল্লায় দেদার ঘুরে বেড়াচ্ছেন। ফলে লম্বা হচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা।

এ পরিস্থিতিতে থানা পুলিশ ও উপজেলা প্রশাসন ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে সামাজিক দুরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মানতে বিভিন্ন প্রচারণা চালিয়ে যাচ্ছে। করোনা প্রতিরোধে দিনেরাতে পুলিশের টহল অব্যাহত থাকলেও মনেপ্রাণে সতর্ক হচ্ছেনা মানুষ। থানার উদ্যোগে উপজেলার দোকানপাটগুলোতে ‘এক ক্রেতা এক বিক্রেতা’র পদ্ধতি চালু করলেও কেউ তা মানছেন না।

স্থানীয় সচেতন অনেকেই জানান, পুলিশ টহলের সময় মানুষ কিছুটা নিয়ম মানলেও চলে গেলে আর মানেনা। অর্ধেক সাটার বন্ধ করে কারো কারো দোকান রাত ৯টা পর্যন্ত চলে। এসব দোকানপাট বন্ধ করতে মাঝেমধ্যেই পুলিশকে মাঠে নামতে হয়। এ কঠিন অবস্থা চলতে থাকলে এলাকায় করোনা সংক্রমণ বেড়ে প্রকট হবে।

Latest articles

Related articles