পপুলার ফ্রন্টের নেতাকে লালগোলা থানায় ডেকে জেরা, প্রতিবাদ সংগঠনের কর্মীদের

আব্দুস সামাদ, জঙ্গিপুরঃ মঙ্গলবার পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার রাজ্য কমিটির সদস্য হাবিবুর রহমানকে কোনরকম নোটিস ছাড়ায় লালগোলা থানায় ডেকে কয়েকঘণ্টা জেরা আটক রেখে জেরা করা হয়। আইবি, ডিআইবি, এসটিএফ বিভিন্ন অফিসার কয়েকঘণ্টা ধরে জেরা করেন।

পিএফআইএর রাজ্য কমিটির সদস্য হাবিবুর রহমানকে আটক করার খবর ছড়িয়ে পড়লে আশেপাশের এলাকা থেকে কয়কশো সদস্য সমর্থক থানার সামনে এসে অবৈধভাবে আটকের প্রতিবাদে বিক্ষোভ দেখানো শুরু করে। অবস্থা বেগতিক দেখে পুলিশ হাবিবুর রহমানকে ছেড়ে দেয়।

পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার লোকাল কমিটির নেতা সেলিম বলেন, আজকের এই ঘটনা অত্যান্ত নিন্দনীয়, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া একটি সামাজিক সংগঠন, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া কোন অসামাজিক কাজের সাথে জড়িত নয়। এই সংগঠনের কাজকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে এই সরকার। ফ্যাসিস্ট আরএসএস বিজেপি বিরুদ্ধে আমরা আন্দোলন করি এবং তাদের দেশবিরোধী কাজের প্রতিবাদ করার জন্যই আমাদের নেতাদেরকে হেনস্থা করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

Latest articles

Related articles