প্রকাশ হয়ে গেলো কংগ্রেসের প্রার্থী তালিকা – এক নজরে দেখে নিন!

সামনেই আসন্ন বিধানসভা নির্বাচন, আর মাত্র কয়েকদিনের ব্যবধান বিধানসভা ভোট। ইতিমধ্যে ভোটের প্রচার তুঙ্গে উঠেছে, আর দিনক্ষণ ঘোষণা হবার পর থেকে বেড়েই চলেছে রাজনৈতিক মহলের পারদ। রাজনৈতিক মহলের অন্তরে আর নেটিজেনদের মধ্যে একটা আলাদা রকমের উচ্ছাস কী হবে এই ২১ এর ভোটের ফলাফল। এই সব নিয়ে পশ্চিমবঙ্গ প্রায় মেতে উঠেছে, আর দিন গুনছে কবে বের হবে দলের প্রার্থী তালিকা লিস্ট। ইতিমধ্যে তৃণমূল, বিজেপি, ও বামেরা তাদের দু দফার প্রার্থী তালিকা লিস্ট বার করে ফেলেছে, এহেন অবস্থায় নেটিজেনদের চোখ ছিল কংগ্রেসের ওপর। বাম প্রথম দু দফার জন্য ৩৮ জনের নাম প্রকাশ করলেও করেছিল না অন্যতম জোট শরিক কংগ্রেস, আর শনিবার রাতে মোট ১৩ জন প্রার্থীর নাম প্রকাশ্যে আনলো বাম-কংগ্রেস ও আইএসএফ এর মহা জোটের শরিক কংগ্রেস। তবে নন্দীগ্রাম থেকে কে প্রার্থী হবে তার চূড়ান্ত সিদ্ধান্তের ঘোষণা হয়নি।

আসুন এক নজরে দেখে নিই প্রার্থী তালিকা

১) পাথরপ্রতিমা- সুখদেব বেরা,
২) কাকদীপ- ইন্দ্রনীল রাউত,
৩) ময়না- মানিক ভৌমিক,
৪) ভগবানপুর- শিউ মাইতি,
৫)এগরা- মানস কুমার কর মহাপাত্র
৬)খড়গপুর সদর- সমীর রায়
৭)সবং- চিরঞ্জীব ভৌমিক
৮)বলরামপুর- উত্তর বন্দোপাধ্যায়
৯)বাঘমুন্ডী- নেপাল মাহাতো
১০)পুরুলিয়া- পার্থপ্রতীম বন্দোপাধ্যায়
১১)বাকুড়া- রাধারানী বন্দোপাধ্যায়
১২)বিষ্ণুপুর- দেবু চ্যাটার্জি
১৩)কোতুল্পুর- অক্ষয় সাঁতরা

Latest articles

Related articles