ফের সুন্দরবনে বাঘের হানায় নিখোঁজ এক মৎস্যজীবী

এনবিটিভি ডেস্ক: আমফান পরবর্তী সময়ে সুন্দরবনের জঙ্গল লাগোয়া গ্রামগুলির সুরক্ষা জাল তছনছ হয়ে গিয়েছে। সেগুলি সারাইয়ের কাজ শুরু হলেও বাঘের হানা চলছেই। এরইমধ্যে বেশ কয়েকটি বাঘের হানার ঘটনা ঘটেছে।

শনিবার সাতসকালেই ফের বাঘের হানা সুন্দরবনের পীরখালি-১ জঙ্গলে। কাঁকড়া ধরতে গিয়েই দক্ষিণরায়ের কবলে পড়লেন মনোহর মণ্ডল (৬৫) নামে এক মৎসজীবী।

জানা গিয়েছে, গোসাবার লাহিড়ীপুর গ্রাম পঞ্চায়েতের জেমসপুর গ্রাম থেকে কাঁকড়া ধরার জন্য গিয়েছিলেন তিনজন মৎসজীবী। সেই দলে মনোহর মণ্ডলও ছিলেন। সুন্দরবনের পীরখালি-১ জঙ্গলের কাছে খাঁড়িতে কাঁকড়া ধরার সময়ই আচমকা একটি বাঘ তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে। মনোহরবাবুকে তুলে নিয়ে জঙ্গলের ভিতর পালায় রয়াল বেঙ্গলটি। বাকিরা কোনও রকমে জলে ঝাঁপ দিয়ে প্রাণরক্ষা করেন। এরপরই তাঁরা ফিরে আসেন গ্রামে।

খবর ছড়িয়ে পড়তেই জেমসপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন ওই মৎসজীবীর পরিবার। খবর যায় গোসাবা থানা ও স্থানীয় বন দফতরের অফিসে। এরপর ওই এলাকার জঙ্গলে তল্লাশি শুরু করে পুলিশ ও বনকর্মীরা। যদিও ওই মৎসজীবীর দেহ উদ্ধার করতে পারেননি তাঁরা। গত দুই সপ্তাহে সুন্দরবনে এই নিয়ে তিনটি বাঘের হানার খবর পাওয়া গেল।

Latest articles

Related articles