বাঁশখালীতে ৩১ জেলে নিখোঁজ, উদ্ধার ৩

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201004-WA0006

 

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি

বঙ্গোপসাগরে ফিশিংবোটের ধাক্কায় বৈনজাল বোট ‘শানে মদিনা’ নামের বাঁশখালীর একটি বোট ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে অন্তত আরো ৩১ জন। জীবিত অবস্থায় উদ্ধার হয়েছে ৩ জন। সন্ধ্যা সাড়ে ছয়টায় ট্রলারটির উদ্ধার হওয়া তিন জেলেকে নিয়ে বাঁশখালীর চাম্বল বাংলাবাজার ফিশারি ঘাটে ফিরেছে অন্য একটি ট্রলার।

সন্ধ্যায় তীরে ফেরা তিন জেলে হলেন মো. নুরুন্নবী (৪০), মো. দেলোয়ার (৩০) ও মো. মহিউদ্দিন (২৮)।

স্থানীয় বোট মালিক সমিতি সূত্রে জানা যায়, গত শনিবার রাতে বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ডেপুটি ঘোনা ছগির কোম্পানীর “শানে মদিনা” নামে বোটটি মাছ ধরতে বঙ্গোপসাগরে যায়। রবিবার সকাল ৯ টার দিকে অন্য একটি ফিশিংবোটের ধাক্কায় শানে মদিনা নামে বোটটি তৎক্ষণাৎ ডুবে যাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ জেলেকে উদ্ধার করা হয়েছে। এ খবর লেখা রাত ৯ টা পর্যন্ত ৩১ জেলে এখন ও নিখোঁজ রয়েছে বলে জানা যায়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর