বিজেপির প্রার্থী তালিকার নাম প্রকাশে বিলম্ব ! কিন্তু কেন?

পশ্চিমবঙ্গে ভোট দরজাই কড়া নাড়ছে, ভোটের দিনক্ষণ ঘোষণা হবার পর থেকে নেটিজেনরা শুধু দিন গুনছে রাজনৈতিক দল গুলোর প্রার্থী তালিকার নাম প্রকাশের জন্য । ইতিমধ্যেই তৃনমূল আর সিপিআইএমের প্রার্থী তালিকার নাম প্রকাশ হয়ে গেছে। গত ৪ই  মার্চ দিল্লির বিজেপির কেন্দ্রীয় নির্বাচন বৈঠকে আপাতত ২ দফা ভোটের প্রার্থী তালিকার নাম তৈরি হবার কথা হলেও প্রকাশ হয়নি কোনো প্রার্থীর নাম তালিকা।

বিজেপি সূত্রে খবর , আগামী ৭ মার্চ মোদীর ব্রিগেডের পরেই হয়তো বিজেপির প্রার্থী তালিকার নাম প্রকাশ হবে। এদিকে জানা যাচ্ছে, কোনো এক অযাচিত বিদ্রোহের ভয়ের কারনেই হয়তো পিছিয়ে যাচ্ছে বিজেপির প্রার্থী তালিকার প্রকাশ।

আসন্ন বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে রাজনৈতিক মহলের পারদ ততই বেড়ে চলেছে, ইতিমধ্যেই দেওয়াল লিখন থেকে শুরু করে রুটমার্চ সব শুরু হয়ে গেছে। একে অপরের বিরুদ্ধে অভিযোগের ওপর পাল্টা অভিযোগ দিয়েই চলেছে। কেউ তৃনমূল ছাড়ছে তো কেউ বিজেপি। তৃনমূল প্রার্থী তালিকার নাম প্রকাশ করলেও , প্রার্থী তালিকার নাম প্রকাশ করেনি। এহেন অবস্থায় কার কার নাম সেই প্রার্থী লিস্টে থাকবে সেটা সত্যি দেখার মত।

গত তিন দশক ধরে মমতা বন্দোপাধ্যায় ভবানিপুরের প্রার্থী হলেও,এবার তৃনমূল সুপ্রিমো নন্দীগ্রামের হয়ে ভোটে দাঁড়াচ্ছেন, সেই জন্য নেটিজেনরা চোখ রেখেছে বিজেপির প্রার্থী তালিকাতে,তারা দেখতে চান শুভেন্দুকে নন্দীগ্রামের প্রার্থী করবেন কিনা?

Latest articles

Related articles