বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এক হাজার গাছ লাগানোর প্রয়াস এসআইও পূর্ব মেদিনীপুর জেলার

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর, এনবিটিভি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলায় আমফান ঝড়ের কবলে বহু সবুজ প্রান বিনষ্ট হয়েছে। স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশান অফ ইন্ডিয়া (এস.আই.ও) মেদিনীপুর জেলার উদ্যোগে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে।

সংগঠনের জেলা সভাপতি সেক ওলিদ আলি বলেন, আমাদের কর্মসূচি একসপ্তাহ ধরে চলবে, আমরা আমাদের জেলায় কয়েক হাজার গাছ লাগানোর প্রয়াস চালাচ্ছি। আজ আমরা কাঁথি, তমলুক, মহিষাদল সহ অনান্য জায়গায় গাছ লাগানো শুরু করেছি। এই কাজ আমরা আগামী ১৫ জুন পর্যন্ত বিভিন্ন জায়গায় করবো।

এই কর্মসূচীর শুভারম্ভ করেন এস.আই.ওর প্রাক্তন রাজ্য সম্পাদক সেক খালিদ আলি।জেলা ও ব্লক নেতৃত্ব মীর্জা রুহুল কুদ্দুস বেগ, সাহিনুর খান, হাবিবুর রহমান, সাজিদ ইমরান প্রমুখের নেতৃত্বে জেলার বিভিন্ন প্রান্তে এই গাছ লাগানো কর্মসূচি পরিচালনা করা হবে।

Latest articles

Related articles