ইনামূল ভূঁইয়া, বাঁকুড়াঃ করোনা আক্রান্ত রোগীদের সাহায্য করতে আজ সকালে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে ৫০ জন রোগীকে ফল, টিফিন প্রদান করলেন’বড়জোড়া সদর জামে মসজিদ ট্রাস্ট’ এর পেশ ইমাম জনাব মৌলানা ও কারী মোঃ জাকির হোসেন। ট্রাস্টের সম্পাদক ডক্টর মহসীন মন্ডল বলেন এরূপ কঠিন পরিস্থিতি মোকাবিলার জন্য সমস্ত ধর্মীয় ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে। তিনি আরও জানান বিগত রমজান মাসে বড়জোড়া ব্লকের বিভিন্ন গ্রামের প্রায় ৫৫ জন দুঃস্থ বিধবা মহিলা কে বড়জোড়া সদর জামে মসজিদ ট্রাস্টের পক্ষ থেকে শাড়ি প্রদান করা হয়। হাসপাতালে এদিন উপস্থিত ছিলেন ট্রাস্টের সহ সভাপতি হাজি নূর মহম্মদ সাহেব, মোতায়াল্লি মহম্মদ শরিফ, মহম্মদ শামীম, মহম্মদ রবিউল মোল্লা সহ অন্যান্য সদস্য বৃন্দ। ফলের প্যাকেট গুলি রোগীদের নিকট পৌঁছে দেন বড়জোড়া রেড ভলেন্টিয়ার টিমের সদস্য গণ।
Related articles