মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরেদের খাবারের ব্যবস্থা স্বেচ্ছাসেবী সংস্থার

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

WhatsApp Image 2021-05-28 at 11.30.33 AM

বসিরহাট থেকে বারাসাত, হাড়োয়া রওজা শরীফ থেকে বাদুড়িয়া, রাস্তাঘাটে দোকানের চালের নিচে, হসপিটালের সামনে ২০০-র বেশি মানসিক ভারসাম্যহীন, ভবঘুরেদের প্রতিদিন দুবেলা খাবারের ব্যবস্থা করছে মাইনরিটি ভিলেজ ওয়েলফেয়ার অর্গানাইজেশন ( MVO) নামে একটি সংস্থা।

এই সংস্থার পরিচালক রেজাউল ইসলাম জানান, ধর্ম-বর্ণ না দেখেই মানুষের বিপদে তাদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য, আজ পাঁচদিন থেকে চলছে এই ব্যবস্থা এবং লকডাউন থাকা পর্যন্ত এই সেবা চালু থাকবে বলেও জানান তিনি।

ইয়াস ঝড়ের কারণে যারা ঘরবাড়ি ছেড়ে স্কুলে, মসজিদ, রেল স্টেশন, মন্দিরে আশ্রয় নিয়েছে তাদের কাছেও পৌঁছে দেওয়া হচ্ছে খাবার।

প্রতিদিন প্রায় ৫০০-র কাছাকাছি মানুষের কাছে খাবার পৌছে দিচ্ছেন তারা। এই কাজে সাহায্য করছেন মাওলানা রেজাউল ইসলাম, সিরাতের রাজ্য সম্পাদক ও বিশিষ্ট শিক্ষক  সম্পাদক আবু সিদ্দিক খান, রবিউজ্জামান, ডা. হুমায়ন কবির, ইনযামূল হক, মোস্তাফা মন্ডল, মোফিজুল ইসলাম, মুহিদুল ইসলাম, শ্রী কুমার দাস, বাপ্পা মন্ডল সহ MVO – কর্মকর্তা সহ সদস্যবর্গরা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর