লক্ষীপুরে ‘হিরামনি’ হত্যায় প্রকৃত অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচার দাবিঃ

নাহিদ ভুঁইয়া (স্টাফ রিপোর্টার)ঃ
আজ মঙ্গলবার সকাল ১১ঃ৩০ মিনিটে লক্ষীপুরে হিরামনিকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে প্রকৃত অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে লক্ষীপুর জেলার ১নং উত্তর হামছাদী ইউনিয়ন “মির্জাপুর” গ্রামে প্রায় অর্ধশতাধিক লোকের উপস্থিতে ঝড়বৃষ্টি থাকা সত্বেও ২য় দফায় মানববন্ধন কর্মসূচি পালন হয়।প্লেকার্ড হাতে শিক্ষার্থীরা ধর্ষণের বিষয়ে বিভিন্ন প্রতিবাদ জানায়।

এসময় মানববন্ধনে উপস্থিত রেদোয়ান ভুঁইয়া সাংবাদিকদের জানান,আমরা মির্জাপুরের সচেতন শিক্ষার্থীরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি।ঠিক একইভাবে হিরামনি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত রবিবার এবং আজকেও মানববন্ধন কর্মসূচি পালন করছি।প্রয়োজনে আমরা আবারও এলাকার সচেতন মানুষ ও শিক্ষার্থীদের নিয়ে রাস্তায় প্রতিবাদ জানাবো।

হিরামনি হত্যার বিচার দাবিতে সোচ্চার লক্ষীপুরবাসী।প্রায় ৪ দিন পেরিয়ে গেলেও হিরামনিকে ধর্ষণের পর হত্যার সাথে প্রকৃত অভিযুক্তদের এখনো গ্রেপ্তার করা হয় নি।

সোমবার লক্ষ্মীপুরে নবম শ্রেণির শিক্ষার্থী হিরামণিকে ধর্ষণের পর হত্যা মামলায় সন্দেহজনকভাবে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

লক্ষ্মীপুর সদর থানার ওসি আজিজুর রহমান জানান, দুপুরে প্রতিবেশী সুমন ও অয়নকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের রিমান্ড চাওয়া হবে।

উল্লেখ্য যে,গত শুক্রবার হিরামণিকে একা পেয়ে ধর্ষণের পর হত্যা করে দুর্বৃত্তরা। ওইদিনই নিহতের মা বাদি হয়ে মামলা করেন।

Latest articles

Related articles