লাদাখে ভারত-চিন সংঘর্ষে শহিদ হুগলি জেলার রাজেশ। স্মৃতির উদ্দেশ্য মাল্যদান ও শ্রদ্ধা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200617-WA0020

এনবিটিভি ডেস্ক, হুগলি, এনবিটিভি:
চীন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখাকে কেন্দ্র করে সাম্প্রতিক উত্তেজনায় শহিদ হয়েছেন ২০ জনের বেশি ভারতীয় সেনা। শহিদ বাংলার দুই বীর সন্তান,এর মধ্যে অন্যতম বীরভূমের মহাম্মদবাজারের প্রান্তিক পরিবারের ছেলে রাজেশ ওড়াং।রাজেশ ওড়াং ভারতীয় সেনার ১৬ বিহার রেজিমেন্টে কর্মরত ছিলেন। বীর বাঙালি শহীদ রাজেশ ওড়াং এর স্মৃতির উদ্দেশ্য আজ জাতীয় বাংলা সম্মেলন হুগলি জেলার গড়লগাছা শাখার পক্ষ থেকে কালিপুর বাজার অঞ্চলে ওনার স্মৃতির উদ্দেশ্য মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
গড়লগাছা শাখার পক্ষ থেকে নাদিম মল্লিক জানান “অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা।ভারতীয় সেনাবাহিনীর কাছে ওনার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি। আমরা চাইনা কোনো মায়ের কোল এইভাবে খালি হোক, আমরা সব রকম ভাবে ওনার পরিবারের পাশে আছি এবং সরকারের কাছে আমাদের আবেদন ওনার পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ এবং পরিবারের অন্তত একজনকে অতি দ্রুত সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে।”

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর