এনবিটিভি ডেস্ক: বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির বাড়িতে এবার হানা দিল করোনাভাইরাস। জানা গিয়েছে, সৌরভের দাদা স্নেহাশিস গাঙ্গুলির স্ত্রী এবং তাঁর শশুর, শাশুড়ি আক্রান্ত হয়েছেন।
যদিও সৌরভের পরিবারের তরফ এখনো এই ব্যাপারে কিছুই জানানো হয়নি। তবে রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, স্নেহাশিস গাঙ্গুলির স্ত্রী করোনা টেস্টে পজিটিভ হয়েছিলেন। এর পর স্নেহাসিশ গঙ্গুলির শশুর এবং শাশুড়িও ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছে।