১০০ টাকায় কথা বললে ৩৩.২৫ টাকা ভ্যাট কাটবে:

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

FB_IMG_1591883284397

হাফসা জান্নাত, স্টাফ রিপোর্টার, এনবিটিভি।

২০১৯-২০ এর আবারও মোবাইল খরচ বাড়লো। বিগত অর্থবছরে ভ্যাট ছিল ২৭.৫০ টাকা আর এখন ২০২০-২১ অর্থবছর হতে লাগবে ৩৩.২৫ টাকা।
অর্থাৎ এখন থেকে ১০০ টাকায় কথা বললে ট্যাক্স হিসেবে ৩৩.৫০ কর্তন করা হবে।
এটা প্রকৃত পক্ষে মোবাইল ব্যবহার কারীদের জন্য হতাশার কারণ। বিশেষ করে মধ্যম আয়ের মানুষদের জন্য হবে নাজুক পরিস্থিতি।
দেশের চরম সংকটাপন্ন অবস্থায়ও মোবাইল কোম্পানি থেকে কোন প্রকার সহায়তা পায় নি মানুষ। কিন্তু বিভিন্ন ভ্যাট,অটো সার্ভিস চালু এবং গিগাবাইট-মেগাবাইটের মূল্য বৃদ্ধির ফলে মোবাইল চালানো প্রায় দূর্বিসহ পরিস্থিতির দিকে এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর