আসানসোলের মুখ্য ডাকঘরে প্রতিদিন তৈরি হচ্ছে ১০০ আধার কার্ড!

উজ্জ্বল দাস, আসানসোলঃ আসানসোলের মুখ্য ডাকঘরে প্রতিদিন ১০০ জন মানুষের আধার কার্ড তৈরী করা হচ্ছে। বৃহস্পতিবার আসানসোল মুখ্য ডাকঘরে একথা জানান সিনিয়র পোস্ট মাস্টার সন্দীপ মন্ডল। জানা গিয়েছে, এর জন্য পৃথক একটি কাউন্টার করে দুটি মেসিনের মাধ্যমে এই আধার কার্ড তৈরী করা হচ্ছে।

প্রসঙ্গত, আসানসোলের বহু মানুষের এখনও আধার কার্ড হয়নি। এর ফলে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন। তাই মানুষের সুবিধার জন্য আসানসোল মুখ্য ডাকঘরে আধার কার্ড তৈরীর কাজ শুরু করা হয়েছে।

এই প্রসঙ্গে আসানসোল মুখ্য ডাকঘরের সিনিয়র পোস্ট মাস্টার সন্দীপ মন্ডল জানান,  এই মুহূর্তে দুটি মেসিনের মাধ্যমে প্রতিদিন ১০০ জন মানুষের আধার কার্ড তৈরি হচ্ছে। পরবর্তীকালে তিনটি মেসিন বসিয়ে ১৫০ থেকে ২০০ জন মানুষের আধার কার্ড তৈরী করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Latest articles

Related articles