পূন্যস্নান সেরে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় আহত একই পরিবারের ১৫জন!

মালদা, শেখ সাদ্দাম: পূন্যস্নান সেরে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় জখম হলেন ১৫ জন পুণ্যার্থী। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল নাগাদ মালদা জেলার চাঁচোল থানার পাহাড়পুরে ৮১ নং জাতীয় সড়কে। জখমরা সকলে চাঁচোল ২ ব্লকের মালতীপুরের নয়াটোলা এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার মকর সংক্রান্তি উপলক্ষে একটি ভুটভুটিতে করে ২০/২২ জনের এক পুণ্যার্থীর দল চাঁচলের আশাপুর ঘাটে মহানন্দা নদীতে পুণ্যস্নান করতে গিয়েছিলেন। পুণ্যস্নান সেরে তাঁরা সকলেই বাড়ি ফিরছিলেন। চাঁচলের পার্শ্ববর্তী পাহাড়পুর এলাকায় সামসীগামী একটি যাত্রীবাহী বাস তাদের ভুটভুটিতে ধাক্কা মারে।

সঙ্গে সঙ্গে ভুটভুটিটি উল্টে যায়। ভুটভুটিতে থাকা পুণ্যার্থীরা বরাত জোরে প্রাণে বাঁচেন ঠিকই। তবে এদের মধ্যে ১৫জন জখম হন। স্থানীয়রা ছুটে এসে জখম পুণ্যার্থীদের উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

Latest articles

Related articles