এনবিটিভি ডেস্ক: ১৬ জুলাই থেকে জুলাইয়ের শেষপর্যন্ত গোটা বিহারে ফের জারি হচ্ছে লকডাউন। করোনার সংক্রমণ ঠেকাতে এই পদক্ষেপ নিতে হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। একমাত্র জরুরি পরিষেবা ছাড়া বাকি সব কাজকর্ম বন্ধ থাকবে।
ইতিমধ্যেই পাটনা ও ডজনখানেক জেলায় লকডাউন রয়েছে। যেসব জেলায় পরিস্থিতি খারাপ, সেই জেলাগুলিতে কঠোর হবে নিষেধাজ্ঞা। বিহারে জেলা আদালতগুলিতে কেবল ভার্চুয়াল মামলাই হবে। এদিকে, বিহারে বিজেপি প্রদেশ দফতরে ৭৫ জনেরওবেশি কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১২ জনের মতো পদাধিকারীও আছেন।
হরিয়ানাতেও করোনা সংক্রমণ বাড়তে থাকায় আরও কঠোর করা হচ্ছে লকডাউন। বিশেষকরে, উদ্বেগজনক গুরগাঁও, ফরিদাবাদ ও সোনেপথের হাল। অসমের কামরূপের আইএএস কলোনির অনেকটাই সিল করে দেওয়া হয়েছে।