বাংলায় ১৮ টি স্পেশাল ট্রেন, দেখে নিন তালিকা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

WhatsApp Image 2021-06-25 at 3.51.34 PM

দেশে করোনাভাইরাস সংক্রমণের গ্রাম নিম্নমুখী হওয়ার পর থেকে দেশে একাধিক দূরপাল্লা ট্রেন, স্পেশাল ট্রেনের পরিষেবা শুরু হয়েছে। একাধিক ট্রেন চালু করেছে পূর্ব রেলও। আগামিকাল থেকে বাংলায় ১৮ টি স্পেশাল ট্রেন চালু করা হচ্ছে। একনজরে দেখে নিন সেই ১৮ টি ট্রেনের তালিকা –

১) ০২৩৮৪ আসানসোল-শিয়ালদহ : ৫ জুলাই থেকে চলাচল শুরু (রবিবার ব্যতীত)।

২) ০২৩৮৩ শিয়ালদহ-আসানসোল : ৫ জুলাই থেকে চলাচল শুরু (রবিবার ব্যতীত)।

৩) ০৩৫০২ আসানসোল-হলদিয়া : ৫ জুলাই থেকে চলাচল শুরু (রবিবার ব্যতীত)।

৪) ০৩৫০১ হলদিয়া-আসানসোল : ৫ জুলাই থেকে চলাচল শুরু (রবিবার ব্যতীত)।

৫) ০৩৫০৬ আসানসোল-দিঘা : ১১ জুলাই থেকে চলাচল শুরু (সপ্তাহ শুধু রবিবার)।

৬) ০৩৫০৫ দিঘা-আসানসোল : ১১ জুলাই থেকে চলাচল শুরু (সপ্তাহ শুধু রবিবার)।

৭) ০৩৪২২ মালদহ টাউন-নবদ্বীপধাম : ৫ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।

৮) ০৩৪২১ নবদ্বীপধাম-মালদহ টাউন : ৬ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।

৯) ০৩১১৭ কলকাতা-লালগোলা : ৬ জুলাই থেকে চলাচল শুরু (মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার)।

১০) ০৩১১৮ লালগোলা-কলকাতা : ৭ জুলাই থেকে চলাচল শুরু (সোমবার, বুধবার, শুক্রবার, শনিবার)।

১১) ০৩০২৭ হাওড়া-আজিমগঞ্জ : ৫ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।

১২) ০৩০২৮ আজিমগঞ্জ-হাওড়া : ৬ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।

১৩) ০৩০১৭ হাওড়া-আজিমগঞ্জ : ৮ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।

১৪) ০৩০১৮ আজিমগঞ্জ-হাওড়া : ৮ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।

১৫) ০২৩৪৭ হাওড়া-রামপুরহাট : ৮ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।

১৬) ০২৩৪৮ রামপুরহাট-হাওড়া : ৮ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।

১৭) ০৩০০১ হাওড়া-সিউড়ি : ৮ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।

১৮) ০৩০০২ সিউড়ি-হাওড়া : ৮ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর